Wellcome to National Portal
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকা

ক) যে কোন আইনানুগ সহযোগিতা বা পরামর্শ প্রদান।

খ) থানা/পুলিশ ফাঁড়ি/পুলিশ তদন্ত কেন্দ্রে মামলা/জিডি গ্রহনে অনীহা প্রকাশ করলে বিষয়টি অত্রদপ্তরের প্রধানকে অবহিত করলে আইনগত সহযোগিতা ।

গ) অত্র উপজেলার ভিতরে যে কোন স্থানে আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে বা কোন মারাত্মক দাঙ্গা-হাঙ্গামা হওয়ার সম্ভাবনা থাকিলে উক্ত স্থানে পুলিশ ক্যাম্পের প্রয়োজনীয়তা অনুভব করলে অফিসার ইনচার্জ বরাবর আবেদন করুন।

ঘ) আপনার কোন সামাজিক/সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার লক্ষ্যে পুলিশ ফোর্সের প্রয়োজনীয়তা দেখা দিলে অফিসার ইনচার্জ মহোদয় বরাবর আবেদন করুন।

ঙ) জাতীয় জরুরি সেবা ৯৯৯ (পুলিশ/এ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস এর প্রয়োজনে যে কোন ফোন বা মোবাইল হতে কল করা যাবে/টাকা না থাকলেও কল করা যাবে)

চ) বাংলাদেশ পুলিশ ফোনবুক (মোবাইল এ্যাপস) বাংলাদেশ পুলিশের সকল ফোন নম্বর এখানে পাওয়া যাবে।

ছ) সাধারণ ডায়েরী বা জিডি (থানায় হাজির হয়ে মৌখিক/লিখিত ভাবে)।

** এছাড়াও নিচের লিংকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে--

http://services.portal.gov.bd/site/offices_information/e813e900-5bd7-46ad-912d-217478064183#verticalTab8